SEO FOR BEGINNERS ।। HOW TO RANK IN GOOGLE ।। মাসে ২০০০০ থেকে ৩০০০০ আয় ।।
তাহলে seo এর কাজ কি ?
SEO এর প্রধান কাজ হলো আপনার ওয়েবসাইট বা ব্লগকে গুগলে টপ র্যাংকিং করা। ধরুন আপনার একটি ওয়েবসাইট আছে যেখানে আপনি ভ্রমণ বিষয়ে লিখালিখি করেন। আপনার একটি লিখা আছে "সেন্টমার্টিন ভ্রমণ" এর উপর। লিখাটিকে যদি আপনি সফলভাবে SEO এর মাধ্যমে টপ র্যাংকিং করান তাহলে যদি কেউ গুগলে সেন্টমার্টিন ভ্রমণ লিখে সার্চ দেয় তাহলে প্রথমেই আপনার লিখা পাবে আর ৯০% ক্ষেত্রেই মানুষ প্রথম লিখাটি-ই পড়ে।
SEO করে আপনার কি লাভ?
আপনি যদি এসইও করে আপনার ওয়েবসাইট টপ র্যাংক করান তবে আপনার ওয়েবসাইটে পাঠকের সংখ্যা তথা ট্রাফিক বৃদ্ধি পাবে। লেখক হিসেবে আপনার লিখা বেশি মানুষ পড়বে এটা আপনার কাম্য।
SEO থেকে আয় কিভাবে হবে?
একটি উদাহরণ দিয়ে বলি। আপনি যদি কোনো কিবোর্ড/মাউস কিনতে চান আর গুগলে তার সম্পর্কে সার্চ করেন তবে প্রথমেই আপনি দেখবেন Startech নামের প্রতিষ্ঠানের পণ্য সবার উপরে দেখবেন কারণ সেগুলো এসইও করা।
এভাবে আপনার যদি কোনো ইকমার্স সাইট থাকে সেখানে স্বাভাবিকভাবেই সফলভাবে এসইও করা থাকলে আপনার ওয়েবসাইটে ভিউ বেশি হবে আর আপনার পণ্যের সেলও বাড়বে। আএ যদি ইকমার্স সাইট না থেকে আপনার ব্যাক্তিগত ব্লগ সাইট বা নিউজপেপার থাকে তাহলেও আপনি আয় করতে পারবেন। আপনার সাইটে ভিউ ভালো হলে আপনি গুগল এডসেন্স এপ্রুভাল পেলে আপনার সাইটে বিভিন্ন এড বা বিজ্ঞাপন প্রদর্শিত হবে। ভিজিটররা সেগুলা যত বেশি দেখবে আপনি তার জন্য গুগল থেকে টাকাও বেশি পাবেন। আবার অনেক বেশি ভিউ থাকলে অন্যান্য প্রতিষ্ঠান আপনার সাথে যোগাযোগ করে আপনার সাইটে বিজ্ঞপ্তি দিতে চাইবে। আবার এফিলিয়েট মার্কেটিং করেও আয় করতে পারবেন। আবার বিভিন্ন মার্কেটপ্লেস বা ফ্রিল্যান্সিং করার সাইট যেমন-ফাইবার,আপওয়ার্ক ইত্যাদিতে ক্লায়েন্টরা তাদের ওয়েবসাইট এসইও করার জন্য লোক দরকার হয়। আপনি যদি এসইওর কাজটা ভালোভাবে পারেন তবে মার্কেটপ্লেসেও রয়েছে কাজের সুযোগ!
কত টাকা আয় করা যাবে SEO থেকে?
আপনি যদি কোনো মার্কেটপ্লেসে অন্যের সাইটের এসইও করে দেন তবে মাসিক ভিত্তিতে 500$ থেকে 1500$ পর্যন্ত ইনকাম সম্ভব । যেমন - [ছবিতে ফাইবার নামক মার্কেটপ্লেসের উদাহরণ দেওয়া হলো ] ।
আবার আপনার ওয়েবসাইটে গুগল এডসেন্সের মাধ্যমে এড দেওয়া থাকলে এডে প্রতি ক্লিকে আপনি 0.20$ থেকে 15$ পাবেন। তবে গড়ে 3$ পাবেন। অর্থাৎ আপনার ভিজিটরের ভিত্তিতে প্রতিদিন 10$ পাবেন 1000$ । আবার বিভিন্ন এফিলিয়েট প্রোগ্রামের আওতায় পণ্য বিক্রির উপর কমিশন পাবেন । ধরূন আপনার সাইটের মাধ্যমে আপনি আমাজনের একটি টিভি বিক্রি করে দিলেন । ত্বে আমাজন থেকে টিভির মূল্যের 2% কমিশন পাবেন ! [ছবি]
আর্টিকেলটি ভালো লেগে থাকলে আমাদের সাথেই থাকুন ।
2 মন্তব্যসমূহ
খুব ভালো লিখেছেন। ধন্যবাদ।
উত্তরমুছুনধন্যবাদ !
মুছুন