এফিলিয়েট মার্কেটিং করে আয় করুন ।। Affiliate Marketing For Beginners।। ব্লগারদের কাছে খুবই পরিচিত একটি শব্দ হলো আফিলিয়েট মার্কেটিং এবং এর ভিত্তিতে ব্লগাররা তাদের এফিলিয়েট সাইটও তৈরি করে থাকেন । আবার অনেকেই হয়তো এ শব্দটি নিশ্চয়ই আগে শুনে থাকবেন । তাহলে জেনে আসা যাক এফিলিয়েট মার্কেটিং কি , কিভাবে আয় করবেন, কত টাকা আয় করতে পারবেন এবং কোথা থেকে আয় করবেন ।
এফিলিয়েট মার্কেটিং কি?
ধরুন কোনো ইকমার্স সাইটের এফিলিয়েট প্রোগ্রামের / মার্কেটিং এর সাথে আপনি যুক্ত হলেন (কিভাবে যুক্ত হবেন তা আর্টিকেলে বলা হবে)। তাহলে আপনার কাজ হবে তাদের বিভিন্ন পণ্যের বিজ্ঞপ্তি প্রচার করা এবং এর মাধ্যমে যে সেল হবে তার উপর আপনাকে কমিশন দেওয়া হবে । এভাবে পণ্য বিক্রি করা অবশ্যই সহয নয় তবে সফলভাবে করতে পারলে বেশ ভালো আয়ই করতে পারবেন। ধরুন, Amazon.com এর একটি টিভি আপনার মাধ্যমে সেল হলো তাহলে Amazon আপনাকে তাদের ওই টিভির মূল্যের 10% কমিশন দিবে।
কিভাবে/কোথায় শুরু করবো এফিলিয়েট মার্কেটিং ?
বর্তমানে দেশি বিদেশি প্রায় সকল ই-কমার্স সাইটে প্রবেশ করলেই আপনি তাদের সাইটের উপরে বা একদম নিচে "AFFILIATE PROGGRAME " বা শুধু "AFFILIATE" লিখা থাকে । সেখানে ক্লিক করে প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে সাবমিট করলে অত্র প্রতিষ্ঠান আপনার আবেদন যাচাই করে আপনাকে জানাবে। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হলো AMAZON.COM এর এফিলিয়েট প্রোগ্রাম । (দেশি বিদেশি বিভিন্ন সাইটে এফিলিয়েট একাউন্ট তৈরি নিয়ে ব্লগ পাবেন এই সাইটে) ।
এফিলিয়েট মার্কেটিং করতে কি কি প্রয়োজন?
প্রথমত, যেহেতু আপনার প্রোডাক্ট সেল করিয়ে দিতে হবে তাই আপনার এমন মাধ্যম দরকার যাতে সহযেই আপনি অনেক ব্যাক্তির নিকট আপনার বিজ্ঞপ্তি পৌছাতে পারেন । এর সবচেয়ে বেস্ট পদ্ধতিগুলো হলো :
- একটি স্ট্রং ইউটিউব চ্যানেল :
- একটি স্ট্রং ব্লগসাইট/ওয়েবসাইট:
এছাড়াও সোশ্যাল মিডিয়ায় প্রচার, কুয়োরাতে সাজেস্ট করা ইত্যাদির মাধ্যমেও মাঝেমধ্যে সেল হতে পারে। তবে এফিলিয়েটের জন্য সবচেয়ে কার্যকরি পদ্ধতি হলো ইউটিউব চ্যানেল ।
এফিলিয়েট থেকে কত আয় করা যাবে?
সাধারণত বিভিন্ন ই-কমার্স সাইট বিভিন্ন পরিমাণ কমিশন দিয়ে থাকে তাদের পণ্যের উপর। যেমন -
Amazon Affliate Commision rate:
আবার বহুব্রীহি নামক অনলাইনভিত্তিক স্কিল ডেভেলপমেন্ট সংক্রান্ত প্রতিষ্ঠান তাদের ভিডিও কোর্সের সেলের উপর 20% কমিশন দিয়ে থাকে !
অর্থাৎ আপনি কত আয় করবেন তা সম্পূর্ণ আপনার প্রচার ও ধৈর্যের উপর নির্ভর করছে।
আশা করি লিখাটি পড়ে ভালো লাগলো । ধন্যবাদ ।
0 মন্তব্যসমূহ