Header Ads Widget

Responsive Advertisement

এফিলিয়েট মার্কেটিং করে আয় করুন ।। Affiliate Marketing For Beginners

 এফিলিয়েট মার্কেটিং করে আয় করুন ।। Affiliate Marketing For Beginners।। ব্লগারদের কাছে খুবই পরিচিত একটি শব্দ হলো আফিলিয়েট মার্কেটিং এবং এর ভিত্তিতে ব্লগাররা তাদের এফিলিয়েট সাইটও তৈরি করে থাকেন । আবার অনেকেই হয়তো এ শব্দটি নিশ্চয়ই আগে শুনে থাকবেন । তাহলে জেনে আসা যাক এফিলিয়েট মার্কেটিং কি , কিভাবে আয় করবেন, কত টাকা আয় করতে পারবেন এবং কোথা থেকে আয় করবেন । 

এফিলিয়েট মার্কেটিং করে আয় করুন,এফিলিয়েট মার্কেটিং করে আয় করুন,এফিলিয়েট মার্কেটিং,এফিলিয়েট মার্কেটিং করে সহজ আয়,অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করে আয়,বাংলাদেশ থেকে এফিলিয়েট মার্কেটিং করে আয়,এফিলিয়েট মার্কেটিং কোর্স,এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবো,ঘরে বসে এফিলিয়েট মার্কেটিং করে ইনকান,ইউটিউব ব্লগ ফেইসবুক পেইজ থেকে এফিলিয়েট মার্কেটিং করে আয়,এফিলিয়েট মার্কেটিং করে বেশি বেশি ইনকাম করার উপায়,ওয়েবসাইট ছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করুন সহজে,এফিলিয়েট মার্কেটিং কি,এফিলিয়েট মার্কেটিং,affiliate marketing,affiliate marketing for beginners,affiliate marketing tutorial,how to start affiliate marketing,affiliate marketing 2020,what is affiliate marketing,amazon affiliate marketing,affiliate marketing step by step,start affiliate marketing,affiliate marketing for beginners guide,how to make money with affiliate marketing,affiliate marketing amazon,affiliate marketing without a website,how to get started affiliate marketing,affiliate marketing for beginners 2020

 

এফিলিয়েট মার্কেটিং কি?  

ধরুন কোনো ইকমার্স সাইটের এফিলিয়েট প্রোগ্রামের / মার্কেটিং এর সাথে আপনি যুক্ত হলেন (কিভাবে যুক্ত হবেন তা আর্টিকেলে বলা হবে)। তাহলে আপনার কাজ হবে তাদের বিভিন্ন পণ্যের বিজ্ঞপ্তি প্রচার করা এবং এর মাধ্যমে যে সেল হবে তার উপর আপনাকে কমিশন দেওয়া হবে । এভাবে পণ্য বিক্রি করা অবশ্যই সহয নয় তবে সফলভাবে করতে পারলে বেশ ভালো আয়ই করতে পারবেন। ধরুন, Amazon.com এর একটি টিভি আপনার মাধ্যমে সেল হলো তাহলে Amazon আপনাকে তাদের ওই টিভির মূল্যের 10% কমিশন দিবে।  

কিভাবে/কোথায় শুরু করবো এফিলিয়েট মার্কেটিং ?

বর্তমানে দেশি বিদেশি প্রায় সকল ই-কমার্স সাইটে প্রবেশ করলেই আপনি তাদের সাইটের উপরে বা একদম নিচে "AFFILIATE PROGGRAME " বা শুধু "AFFILIATE" লিখা থাকে । সেখানে ক্লিক করে প্রয়োজনীয় ইনফরমেশন দিয়ে সাবমিট করলে অত্র প্রতিষ্ঠান আপনার আবেদন যাচাই করে আপনাকে জানাবে। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় হলো AMAZON.COM এর এফিলিয়েট প্রোগ্রাম । (দেশি বিদেশি বিভিন্ন সাইটে এফিলিয়েট একাউন্ট তৈরি নিয়ে ব্লগ পাবেন এই সাইটে) । 

এফিলিয়েট মার্কেটিং করতে কি কি প্রয়োজন?    

প্রথমত, যেহেতু আপনার প্রোডাক্ট সেল করিয়ে দিতে হবে তাই আপনার এমন মাধ্যম দরকার যাতে সহযেই আপনি অনেক ব্যাক্তির নিকট আপনার বিজ্ঞপ্তি পৌছাতে পারেন । এর সবচেয়ে বেস্ট পদ্ধতিগুলো হলো : 

  • একটি স্ট্রং ইউটিউব চ্যানেল :
ইউটিউবে বিভিন্ন টেক রিভিউয়ারদের (বিভিন্ন ইলেক্ট্রনিক যন্ত্রপাতি যেমন-ল্যাপটপ, মোবাইল ইত্যাদির  উপর ভিডিও করেন যারা)  ভিডিও এর ডিস্ক্রিপশনে দেখবেন "Mike I use , Light I use, Camera I use,  Buy this from here" এরকম লিখে পাশে একটা লিংক দেওয়া থাকে । অধিকাংশ ক্ষেত্রেই লিংক থাকে  AMAZON.COM এর। কিন্তু এখানে দেখবেন AMAZON.COM না লিখে AMZON.TO দিয়ে লিখা । এটাই তাদের এফিলিয়েট লিংক । এই লিংক থেকে কেউ কিনলে কমিশন পাবেন তারা। যেমন - [ছবিটি একটি  পপুলার ইউটিউব চ্যানেলের ভিডিও ডিস্ক্রিপশন থেকে নেওয়া ]


এফিলিয়েট মার্কেটিং করে আয় করুন,এফিলিয়েট মার্কেটিং করে আয় করুন,এফিলিয়েট মার্কেটিং,এফিলিয়েট মার্কেটিং করে সহজ আয়,অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করে আয়,বাংলাদেশ থেকে এফিলিয়েট মার্কেটিং করে আয়,এফিলিয়েট মার্কেটিং কোর্স,এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবো,ঘরে বসে এফিলিয়েট মার্কেটিং করে ইনকান,ইউটিউব ব্লগ ফেইসবুক পেইজ থেকে এফিলিয়েট মার্কেটিং করে আয়,এফিলিয়েট মার্কেটিং করে বেশি বেশি ইনকাম করার উপায়,ওয়েবসাইট ছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করুন সহজে,এফিলিয়েট মার্কেটিং কি,এফিলিয়েট মার্কেটিং,affiliate marketing,affiliate marketing for beginners,affiliate marketing tutorial,how to start affiliate marketing,affiliate marketing 2020,what is affiliate marketing,amazon affiliate marketing,affiliate marketing step by step,start affiliate marketing,affiliate marketing for beginners guide,how to make money with affiliate marketing,affiliate marketing amazon,affiliate marketing without a website,how to get started affiliate marketing,affiliate marketing for beginners 2020


  • একটি স্ট্রং ব্লগসাইট/ওয়েবসাইট:  
 আপনার যদি একটি ব্লগ সাইট থাকে যেখানে প্রতিদিন অনেক ট্রাফিক আসে তাহলে আপনি আপনার এফিলিয়েট পণ্যের বিজ্ঞপ্তি আপনার ওয়েবসাইটে  দিতে পারবেন। এভাবেও আপনি কমিশন পাবেন।                 

এছাড়াও সোশ্যাল মিডিয়ায় প্রচার, কুয়োরাতে সাজেস্ট করা ইত্যাদির মাধ্যমেও মাঝেমধ্যে সেল হতে পারে।  তবে এফিলিয়েটের জন্য সবচেয়ে কার্যকরি পদ্ধতি হলো ইউটিউব চ্যানেল ।

এফিলিয়েট থেকে কত আয় করা যাবে?  

সাধারণত বিভিন্ন ই-কমার্স সাইট বিভিন্ন পরিমাণ কমিশন দিয়ে থাকে তাদের পণ্যের উপর। যেমন - 

Amazon Affliate Commision rate: 

এফিলিয়েট মার্কেটিং করে আয় করুন,এফিলিয়েট মার্কেটিং করে আয় করুন,এফিলিয়েট মার্কেটিং,এফিলিয়েট মার্কেটিং করে সহজ আয়,অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং করে আয়,বাংলাদেশ থেকে এফিলিয়েট মার্কেটিং করে আয়,এফিলিয়েট মার্কেটিং কোর্স,এফিলিয়েট মার্কেটিং কিভাবে শুরু করবো,ঘরে বসে এফিলিয়েট মার্কেটিং করে ইনকান,ইউটিউব ব্লগ ফেইসবুক পেইজ থেকে এফিলিয়েট মার্কেটিং করে আয়,এফিলিয়েট মার্কেটিং করে বেশি বেশি ইনকাম করার উপায়,ওয়েবসাইট ছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করুন সহজে,এফিলিয়েট মার্কেটিং কি,এফিলিয়েট মার্কেটিং,affiliate marketing,affiliate marketing for beginners,affiliate marketing tutorial,how to start affiliate marketing,affiliate marketing 2020,what is affiliate marketing,amazon affiliate marketing,affiliate marketing step by step,start affiliate marketing,affiliate marketing for beginners guide,how to make money with affiliate marketing,affiliate marketing amazon,affiliate marketing without a website,how to get started affiliate marketing,affiliate marketing for beginners 2020

 আবার বহুব্রীহি নামক অনলাইনভিত্তিক স্কিল ডেভেলপমেন্ট সংক্রান্ত প্রতিষ্ঠান তাদের ভিডিও কোর্সের সেলের উপর 20%  কমিশন দিয়ে থাকে !

অর্থাৎ আপনি কত আয় করবেন তা সম্পূর্ণ আপনার প্রচার ও ধৈর্যের উপর নির্ভর করছে। 

আশা করি লিখাটি পড়ে ভালো লাগলো । ধন্যবাদ ।  

                                                   


                 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ